• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৬, ২০১৯, ০৪:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৬, ২০১৯, ০৪:৪৪ পিএম

পঞ্চগড়ে বিদ্যুতের আগুনে প্রাণ গেল শিশুর

পঞ্চগড়ে বিদ্যুতের আগুনে প্রাণ গেল শিশুর

পঞ্চগড়ে বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে অগ্নিদগ্ধ হয়ে রাদিয়া আক্তার রোজা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ মে) পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের সিতাগ্রামে (হেলিপ্যাড) এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, ওই গ্রামের হোটেল শ্রমিক রমজান আলী ও জেসমিন আক্তার দম্পতির এক মাত্র মেয়ে রোজা। রোববার সকাল ১১টায় তাকে ঘরে ঘুম পাড়িয়ে জেসমিন আক্তার পাশের বাড়িতে যান। এর কিছুক্ষণ পরেই স্থানীয়রা রোজার ঘরে আগুন দেখতে পান। মুহুর্তেই আগুন ঘরে ছেয়ে যায়। এ সময় স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে  আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে শিশু রোজা আগুনে পুড়ে মারা যায়। আগুনে ওই ঘরে রক্ষিত সব জিনিসপত্র পুড়ে যায়। স্থানীয়দের ধারণা, বিদ্যুতের শর্টসার্কিটের আগুনেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
 
খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন রায়, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে যান। এ সময় সংসদ সদস্য মজাহারুল হক প্রধান সাড়ে ৭ হাজার টাকা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম ২০ হাজার নগদ টাকা ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ সহায়তা দেন। 

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এর মধ্যেই একটি ঘরে থাকা সব পুড়ে যায়। ওই ঘরে থাকা শিশুটি পুড়ে মারা যায়। স্থানীয়রা বলছেন বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তদন্তের পরেই অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে। 

কেএসটি