• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৮, ২০১৯, ০৯:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৮, ২০১৯, ০৯:৩৯ পিএম

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু
ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন উদ্দিন (১৩) ও মো. নাহিদ (১১) নামের দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘরের চালে কাজ করতে গিয়ে মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলার বড়খেরি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত সুমন বড়খেরি গ্রামের মৃত মীর সেলিমের ছেলে ও নাহিদ একই এলাকার ইব্রাহিমের ছেলে। সুমন রঘুনাথপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও নাহিদ ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় লোকজন জানিয়েছেন, ঘটনার সময় সুমন টিনশেড ঘরের চালে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঁপতে থাকে। তার চিৎকার শুনে এগিয়ে এসে তাকে স্পর্শ করলে চাচাতো ভাই নাহিদও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে স্থানীয়রা দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে যায়। এ সময় কর্মরত চিকিৎসক সুভাষ চন্দ্র মজুমদার তাদের মৃত ঘোষণা করেন।

বড়খেরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গণি বলেন, ঘটনাটি মর্মান্তিক। নিহত ছাত্ররা সম্পর্কে চাচাতো ভাই। তাদের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে।

এ ব্যাপারে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে দুই চাচাতো ভাইয়ের মৃত্যুর ঘটনাটি শুনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’

এনআই