• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৩১, ২০১৯, ১১:৩৩ এএম
সর্বশেষ আপডেট : মে ৩১, ২০১৯, ১১:৩৩ এএম

বান্দরবানে পার্বত্য ভিক্ষু সম্মেলন শুরু

বান্দরবানে পার্বত্য ভিক্ষু সম্মেলন শুরু

বান্দরবান পার্বত্য জেলায় ২ দিন ব্যাপি পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলন ২০১৯ শুরু হয়েছে। শুক্রবার (৩১ মে) সকালে বান্দরবান শহরের অরুণ সারকী টাউন হলে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৬৯ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহীদুল ইমরান, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজহ্রী চৌধুরী, বান্দরবানের জেলা প্রশাসক, পুলিশ সুপার।
এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা, মঙ্গলাচরণ, বৌদ্ধ ধর্মীয় বিষয়ে বৌদ্ধ ধর্মীয়গুরুরা বক্তব্য রাখেন। পরে ছোয়াইং গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় তিন পার্বত্য জেলার ৪ শতাধিক বৌদ্ধ ভিক্ষু, হেডম্যান,কারবারী ও বৌদ্ধ নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন। 

কেএসটি