• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১২, ২০১৯, ০৪:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১২, ২০১৯, ০৪:৩৮ পিএম

চুনারুঘাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

চুনারুঘাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

হবিগঞ্জের চুনারুঘাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক। বুধবার (১২ জুন) দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠায়।

নিহত রীনা আক্তার (৩৫) উপজেলার মিরাশী ইউনিয়নের আদমপুর গ্রামের মো. ফরিদ মিয়ার স্ত্রী।

জানা যায়, সংসারে টানাপোড়েনের কারণে রীনা আক্তার পৌর শহরের বাল্লা রোডের একটি খাবার হোটেলে রান্নার কাজ করতেন। তিনি প্রতিদিনই সকাল ৮টার মধ্যে হোটেলে উপস্থিত হতেন। কিন্তু বুধবার সকাল ৯টা বেজে গেলও রীনা হোটেলে উপস্থিত না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ তার বাড়িতে লোক পাঠায়। এ সময় শোয়ার রুমে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই ধারণা করা হচ্ছে, তার স্বামীই তাকে হত্যা করে পালিয়েছে।

এনআই