• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১২, ২০১৯, ০৬:৪২ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১২, ২০১৯, ০৬:৪২ পিএম

জয়পুরহাটে মুক্তিযোদ্ধার সনদ জাল করে পুলিশের চাকরি

জয়পুরহাটে মুক্তিযোদ্ধার সনদ জাল করে পুলিশের চাকরি

জয়পুরহাটে মুক্তিযোদ্ধার সনদপত্র জাল করে পুলিশে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, জয়পুরহাট জেলার সদর উপজেলার সাওয়ালপাড়া গ্রামের মো. বুলু নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা কোঠায় মুক্তিযোদ্ধা সাময়িকী সনদপত্র মুক্তিবার্তা জাল করে ২০১৬ সালের ১৬ মে তার ছেলে মো. শামিম হোসেনকে পুলিশে ভর্তি করে দেন।

একই গ্রামের আব্দুল সাত্তারের ছেলে সফি বলেন, বুলু মুক্তিযোদ্ধা নন, মুক্তিযোদ্ধার সনদ জাল করে ছেলেকে চাকরি দিয়েছেন। একই গ্রামের বুলুর খালাতো ভাই সদর উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা তফিজ উদ্দীনের ছেলে গোলাম মোস্তফা বলেন, ১৯৭১ সালের অনেক পরে বুলু জন্মসনদ জাল করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের কলঙ্ক করেছে। তার শাস্তি হওয়া দরকার।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এমন অনেক মানুষ তার শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে আলাপকালে জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আমজাদ হোসেন ঘটনার সকল বর্ণনার সত্যতা স্বীকার করে সনদ জালকারী বুলু মুক্তিযোদ্ধা নয় বা বুলু নামে জয়পুরহাট সদর উপজেলায় গেজেটভুক্ত কোনো মুক্তিযোদ্ধা নেই মর্মে প্রত্যয়ন করেছেন।

এনআই