• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৪, ২০১৯, ০৯:০৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৪, ২০১৯, ০৯:০৯ পিএম

জামালপুরে অল্পের জন্য রক্ষা পেল ৫০ যাত্রীর প্রাণ

জামালপুরে অল্পের জন্য রক্ষা পেল ৫০ যাত্রীর প্রাণ

জামালপুরে অল্পের জন্য রক্ষা পেল ৫০ যাত্রীর প্রাণ। জামালপুরের সরিষাবাড়ীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৪ জনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৪ জুন) বিকাল ৩টায় দিগপাইত-সরিষাবাড়ী সড়কের বাউসি বাঙ্গালী এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরিষাবাড়ী-দিগপাইত সড়কে সরিষাবাড়ী থেকে ছেড়ে আসা খন্দকার পরিবহন ৪০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। ১০ জন যাত্রী নিয়ে শেরপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হন। গুরুতর আহত জিয়ারত আলী (৪৮), রেজাউল করিম (৪২), আব্দুস ছাত্তার (৪৬) ও হযরত আলীকে (৪০) সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত খন্দকার পরিবহন (ঢাকা মেট্রো ব-১১-৮০৮৪) ও মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৫-৫৩৭২) জব্ধ করেছে সরিষাবাড়ী থানার পুলিশ। সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম সড়ক দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

এনআই