• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৯, ২০১৯, ০৬:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৯, ২০১৯, ০৬:৪৫ পিএম

আ’লীগ ১১, স্বতন্ত্র ৭, আ’লীগের বিদ্রোহী ২

শেষ ধাপের ২০ উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

শেষ ধাপের ২০ উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

পঞ্চম ও শেষ ধাপে সারা দেশের ২০টি উপজেলা পরিষদের নির্বাচন গত মঙ্গলবার (১৮ জুন) শেষ হয়েছে। ২০ উপজেলার মধ্যে ১১টিতে আওয়ামী লীগ, ৭টিতে স্বতন্ত্র ও ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তবে এর মধ্যে তিনটি উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনের বরাত দিয়ে আমাদের সংবাদদাতারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

গাজীপুর সদর : গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রীনা পারভীন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রীনা পারভীন পেয়েছেন ২৩ হাজার ৮৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা ইজাদুর রহমান চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৮০৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মো. রিয়াজ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা সরকার নির্বাচিত হয়েছেন।

মাদারীপুর সদর : মাদারীপুরের সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান খান বিজয়ী হয়েছেন। ওবায়দুর রহমান খান ৬১ হাজার ৭০৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী কাজল কৃষ্ণ দে পেয়েছেন ৫৩ হাজার ৫৬৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম ভূঁইয়া তালা প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৮৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাহিদুল ইসলাম বই প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৩০৯ ভোট। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাম্মৎ নারগিস আক্তার কলস প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ১৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পারভীন জাহান হাঁস প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৭১১ ভোট।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : দেশের সর্বশেষ প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রথম চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল। তিনি নৌকা প্রতীক নিয়ে ১৬ হাজার ৯৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৫৮৮ ভোট।

পবা (রাজশাহী) : রাজশাহীর পবা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী  মুনসুর রহমান, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা কৃষক লীগের সভাপতি ওয়াজেদ আলী খান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেত্রী আরজিয়া বেগম বিজয়ী হয়েছে। চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুনসুর রহমান নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৩৫ হাজার ৫১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী এসএম আশরাফুল হক তোতা। হাতুড়ি প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ছয় হাজার ৬১১ ভোট। এছাড়াও আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন সুমন ভোট পেয়েছেন ৮৪২। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থীর মধ্যে পবা উপজেলা কৃষক লীগ সভাপতি ওয়াজেদ আলী খান তালা প্রতীকে ১৬ হাজার ১৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক বই প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৪৯৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মধ্যে কলস প্রতীক নিয়ে ১৯ হাজার ৩১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেত্রী আরজিয়া বেগম। ফুটবল প্রতীক নিয়ে ১৭ হাজার ৩৪২ ভোট পেয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী রীতা বিবি।

জামালগঞ্জ (সুনামগঞ্জ) : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে স্থগিত হওয়া সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আল আজাদ বিজয়ী হয়েছেন। ইউসুফ আল আজাদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রাথী রেজাউল করিম শামীমকে ২ হাজার ৬ শত ৮৫ ভোটের ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। ইউসুফ আল আজাদ (নৌকা প্রতীক) ৩১ হাজার ৮৫ ভোট ও বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম শামীম (মোটরসাইকেল প্রতীক) ২৮ হাজার ৪০০ ভোট পেয়েছেন।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফুল আলম লাবু (নৌকা) ২৭ হাজার ৪৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  ডা. সফিউল ইসলাম  (চশমা) ২৭ হাজার ৯০৫ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেত্রী উম্মে সালমা (হাঁস) ২৭ হাজার ৮৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গাজী এজাজ আহমেদ (ঘোড়া মার্কা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৮১ হাজার ২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মোস্তফা সরোয়ার পেয়েছেন ৪৪ হাজার ২৫৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে গাজী আব্দুল হালিম (টিয়া পাখি) ৫১ হাজার ১৯২ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন পারভীন রুমা (কলস) ৬৭ হাজার ৬২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কামারখন্দ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের কামারখন্দে স্বতন্ত্র প্রার্থী শহিদুল্লাহ সবুজ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ঘোড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৫ হাজার ৬২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মতিন চৌধুরী পেয়েছেন ১৩ হাজার ৭৮৯ ভোট। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মো. সেলিম রেজা (ঘৌড়া) ১৮ হাজার ৪৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

রাঙ্গাবালী (পটুয়াখালী) : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে মাত্র ১৯ ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডা. জহির উদ্দিন আহম্মেদ। দোয়াত-কলম প্রতীক নিয়ে তিনি ১১ হাজার ৬৮৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৬৬৭ ভোট। এছাড়া আনারস প্রতীক নিয়ে নির্বাচন করা ড. আরিফ বিন ইসলাম ১১ হাজার ২৩৪ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে খালিদ বিন ওয়ালিদ তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাতোয়ারা লিপি নির্বাচিত হয়েছেন।

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) নাসিমা লুৎফুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) অ্যাডভোকেট তানভীর ভূইয়া। নির্বাচনে নাসিমা লুৎফুর রহমান পেয়েছেন ৩৩ হাজার ৭৭৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর ভূইয়া পেয়েছেন ২৬ হাজার ১০১ ভোট। ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে ৩৮ হাজার ৪৮৯ ভোট পেয়ে মাহমুদুর রহমান মান্না এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেত্রী রানী কলস প্রতীকে ৪৮ হাজার ৮৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন মোটরসাইকেল প্রতীক নিয়ে ২৯ হাজার ৮৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ পেয়েছেন ২৪ হাজার ৮৮৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে সারোয়ার আলম তালুকদার (চশমা) ৪০ হাজার ২২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম (তালা) পেয়েছেন ১৩ হাজার ৯২৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা ইয়াসমিন (কলস) ৩৪ হাজার ২৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দা উম্মে কুলসুম (প্রজাপতি) ১১ হাজার ৯০৫ ভোট পেয়েছেন।

পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন নৌকা প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সুজনের প্রাপ্ত ভোট ৫২ হাজার ৯৮৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের মাছুদ আলম তালুকদার টিপু পেয়েছেন ২৯ হাজার ৯৩৫ ভোট।

তালতলী (বরগুনা) : বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজবী-উল-কবির জোমাদ্দার চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ২৭ হাজার ৮৭১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু আনারস মার্কায় পেয়েছেন ১০ হাজার ৯১৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মোস্তাফিজুর রহমান মোস্তাক তালা মার্কায় ২১ হাজার ৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিকা নাজনীন কলস মার্কায় ১৪ হাজার ৫৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

কটিয়াদী (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ১৬ হাজার ৩৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপী (নৌকা) পেয়েছেন ১৫ হাজার ৩৭০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে রেজাউল করিম শিকদার (তালা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৮ হাজার ৬৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বকুল মিঞা (টিউবওয়েল) পেয়েছেন ১৬ হাজার ৭৮৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা (ফুটবল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৬ হাজার ৮৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাথী বেগম (কলস) পেয়েছেন ১৪ হাজার ১৩৯ ভোট।

নলডাঙ্গা (নাটোর) : নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান আসাদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আসাদ পেয়েছেন ২২ হাজার ৩২৫ ভোট। তার নিকটতম ঘোড়া প্রতীকের স্বতন্ত্র ও দলের বিদ্রোহী প্রার্থী প্রকৌশলী আহমেদ আলী শাহ পেয়েছেন ১১ হজার ৮৯৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে টিউবয়েল প্রতীকের প্রার্থী আবদুল আলীম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন প্রতীকের শিরিন আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কালুখালী (রাজবাড়ী) : রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলিউজ্জামান চৌধুরী টিটো আনারস প্রতীকে ৩৭ হাজার ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী কৃষক লীগের নেতা নূরে আলম সিদ্দিকী হক মোটরসাইকেল প্রতীক নিয়ে ২২ হাজার ৪৩৮ ভোট পেয়েছেন। নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের প্রার্থী কাজী সাইফুল ইসলাম। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬ হাজার ৯৩৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে এনায়েত হোসেন মাইক প্রতীকে ২২ হাজার ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম চশমা প্রতীকে পেয়েছেন ১২ হাজার ২৫৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডলি পারভীন ফুটবল প্রতীকে ২৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার টুকটুকি প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৮৯০ ভোট।

মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সদস্য রিয়াজ উদ্দিন আহম্মেদ (আনারস প্রতীক) ৪৭ হাজার ৬৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হোসাইন মোশারেফ সাকু (নৌকা প্রতীক) ২১ হাজার ৩৯৮ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত (টিয়া পাখি প্রতীক) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন জাহান (কলস প্রতীক) বিজয়ী হয়েছেন।

বন্দর (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ নির্বাচিত হন। ভাইস চেয়ারম্যান পদে সানাউল্লাহ সানু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নালিতা গোনেন শান্তা  জয় লাভ করেছেন। উড়োজাহাজ মার্কা নিয়ে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সানু ৬ হাজার ৭৮৭ ভোট পেয়ে জয়লাভ করেন। ফুটবল মার্কা নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ হাজার ৯৭৭ ভোট পায় শান্তা জয় লাভ করেন।
 
সদর (নোয়াখালী) : নোয়াখালী সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নৌকা প্রতীকের প্রার্থী একেএম সামছুদ্দিন জেহান। ফলে এই উপজেলায় কেবল ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

ছাগলনাইয়া (ফেনী) : ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। ফলে এই উপজেলায়ও কেবল ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এনআই