• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ২০, ২০১৯, ০৭:০০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২০, ২০১৯, ০৭:০০ পিএম

১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি

সাতক্ষীরায় ভোরের পাতা সম্পাদকের বিরুদ্ধে এমপির মামলা

সাতক্ষীরায় ভোরের পাতা সম্পাদকের বিরুদ্ধে এমপির মামলা

ঢাকাস্থ জাতীয় দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক  ড. কাজী এরতেজা হাসানের  বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন সাতক্ষীরা ৪ (শ্যামনগর ও আংশিক কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগের এমপি এসএম জগলুল হায়দার। মামলাটির ২ নম্বর বিবাদী করা হয়েছে সংশ্লিষ্ট পত্রিকার রিপোর্টার উৎপল দাসকে।

বৃহস্পতিবার (২০ জুন) সাতক্ষীরার যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে মামলাটি দাখিল করা হয়। ভারপ্রাপ্ত বিচারক মোকলেছুর রহমান শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে জবাব দাখিলের জন্য সমন জারির নির্দেশ দেন। ২৫ জুলাই মামলাটির পরবর্তী ধার্য তারিখ বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলার বাদী আওয়ামী লীগের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার তার আরজিতে উল্লেখ করেন, তার বিরুদ্ধে কিছু অসত্য ও বানোয়াট তথ্য দিয়ে উদ্দেশ্যমূলক রিপোর্ট তৈরি করে তা দৈনিক ভোরের পাতায় ১৬ জুন, ১৭ জুন ও ১৯ জুন প্রকাশ করা হয়েছে। এতে তার সামাজিক ও রাজনৈতিক মানহানি হয়েছে। তিনি এর আইনগত প্রতিকারের পাশাপাশি ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেন।বাদীর পক্ষে মামলাটি দাখিল করেন অ্যাডভোকেট কুন্ডু তপন কুমার।

এনআই