• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২০, ২০১৯, ১০:১২ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২০, ২০১৯, ১০:১২ পিএম

শাহবাজপুর ব্রিজ বিকল

ঢাকা-সিলেট মহাসড়কে ৬০ কিলোমিটারজুড়ে যানজট

ঢাকা-সিলেট মহাসড়কে ৬০ কিলোমিটারজুড়ে যানজট

ঢাকা-সিলেট মহাসড়কের তিতাস নদীর ওপর শাহবাজপুরে রেলিং ভেঙে ব্রিজ বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে কয়েক শতাধিক ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়েছে। এতে করে যাত্রী,পরিবহন শ্রমিক এবং ট্রাকে থাকা পণ্যসামগ্রী নষ্ট হচ্ছে। এতে মালিকরা ক্ষতির মধ্যে পড়েছেন।

ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী যানবাহন সরাইল বিশ্বরোড হয়ে সরাইল-হবিগঞ্জ সড়ক দিয়ে চলাচল করলেও গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এবং আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও ঝুঁকিপূর্ণ সেতু থাকায় এ সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প সড়ক হিসেবে নাসিরনগর-মাধবপুর-ছাতিয়াইন সড়ক দিয়ে সিলেটের পথে যাত্রীবাহী সীমিত পরিসরে চলাচলের জন্য কাজ করছে স্থানীয় পুলিশ প্রশাসন। যানজট এড়াতে এ রাস্তা দিয়ে ঢাকার উদ্দেশে কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না।

মাধবপুরে আটকে পড়া ট্রাকচালক কাদির মিয়া বলেন, হঠাৎ করে শাহবাজপুর ব্রিজ বন্ধ করে দেওয়ায় ট্রাকচালকরা বেশি বিপাকে পড়েছেন। হরষপুর রেলস্টেশন মাস্টার পরশ আলী জানান, সড়কপথে ভোগান্তি থাকায় ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে।

এনআই