• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৪, ২০১৯, ০২:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৪, ২০১৯, ০২:৪৪ পিএম

৬ দিন পর শাহবাজপুর সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু

৬ দিন পর শাহবাজপুর সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু
শাহবাজপুর সেতু দিয়ে যান চলাচল শুরু -ছবি : জাগরণ

৬ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল শাহবাজপুর বেইলি সেতু স্থাপনের কাজ শেষে ফের ঢাকা-সিলেট মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে।

সোমবার (২৪ জুন) সকাল থেকে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ সবধরনের যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

এতে রাজধানী ঢাকার সঙ্গে সিলেটের সরাসরি সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে সেতুর দু’পাশে বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি থাকায় যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে।

জেলার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শামীম আল মামুন জানান, সেতুটি খুলে দেয়ায় সবধরণের যান চলাচল করছে। এছাড়াও পুরনো সেতুটির পাশাপাশি নতুন আরেকটি সেতু নির্মাণের কাজও শেষ পর্যায়ে। এটি আগামী মাসের ৩ তারিখে যান চলাচলের জন্যে খুলে দেয়া হবে।

প্রসঙ্গত, গত ১৮ই জুন বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুরে তিতাস নদীর ওপর সেতুটির চতুর্থ স্পেনের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ে। এরপরই সেতুর দিয়ে সব ধরণের ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধ করে দেয় সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। তবে সেতুর একপাশ দিয়ে হালকা যানবাহন চলাচল রাখা হয়েছিল। 


একেএস