• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৪, ২০১৯, ০৪:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৪, ২০১৯, ০৪:৪৩ পিএম

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা

নিহত ৪ জনের মধ্যে পরিচয় মিলেছে তিন নারীর 

নিহত ৪ জনের মধ্যে পরিচয় মিলেছে তিন নারীর 

মৌলভীবাজার কুলাউড়া উপজেলার বরমচালে ট্রেন দুর্ঘটনায় নিহত চার জনের মাঝে তিন জনের পরিচয় পাওয়া গেছে। পরিচয় পাওয়া তিনজনই নারী। তবে অপর নিহত পুরুষের পরিচয় এখনো জানা যায়নি।

কুলাউড়া হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্স বাগেরহাট জেলার মোল্লার হাট থানার আতজুরি ভানদর খোলা গ্রামের মো. আকরাম মোল্লার মেয়ে সানজিদা আক্তার, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরের আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল বারীর মেয়ে ফাহমিদা ইয়াসমিন ইভা এবং  কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল বারীর স্ত্রী মনোয়ারা পারভিন (৪৫)।

উল্লেখ্য, রোববার রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি রাত ১১টা ৪৮ মিনিটের সময় কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের পাশে বড়ছড়া ব্রিজের ওপর মারাত্মক দুর্ঘটনা কবলিত হয়। এতে সড়ক পথের পর রেলপথেও সিলেটের সাথে ঢাকাসহ সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কেএসটি