• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৬, ২০১৯, ০৬:৩২ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৬, ২০১৯, ০৬:৩২ পিএম

নড়াইলে নৈশপ্রহরী হত্যা মামলায় গ্রেপ্তার ২

নড়াইলে নৈশপ্রহরী হত্যা মামলায় গ্রেপ্তার ২

নড়াইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের নৈশপ্রহরী ও মোটরসাইলে চালক আ. মান্নানকে (৫০) কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ জুন) পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, গত ৯ জুন বোরবার রাত সাড়ে ১১টার দিকে নড়াইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের নৈশপ্রহরী আ. মান্নান মোটর সাইকেলে ২ জন যাত্রী নিয়ে গোবরা থেকে ১০০ টাকায় ভাড়ায় রুপগঞ্জ বাজারে  উদেশ্যে আসেন। পথিমধ্যে নড়াইল শহরের এসএম সুলতান সেতু এলাকার জোড়া পাম্প ( পিষণ ও সরদার ফিলিং স্টেশন) সংলগ্ন টিপু সুলতানের বাড়ির কাছে আসলে যাত্রী বেশি যশোরের বেজপাড়া এলাকার ঝন্টু শেখের ছেলে মো. বিপ্লব শেখ (১৯) ও যশোরের রামনগর মোল্যা পাড়ার আব্দুল জব্বারের পুত্র মো. নাঈম ইসলাম নাঈম (২০)  মোটর সাইকেল কেড়ে নেয়ার জন্য মান্নানকে চাকু দিয়ে বেপরোয়াভাবে কুপিয়ে হত্যা করে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল সদর) মো. শরফুদ্দিনসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা হরিদাস রায় বলেন, বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কেএসটি