• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৩০, ২০১৯, ০৫:১৪ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৩০, ২০১৯, ০৫:১৪ পিএম

বান্দরবানে লেফটেন্যান্টসহ দুই পর্যটক পানিতে ডুবে নিখোঁজ

বান্দরবানে লেফটেন্যান্টসহ দুই পর্যটক পানিতে ডুবে নিখোঁজ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা হয়ে ভ্রমণে এসে রুমা উপজেলার পাইন্দু খাল পার হতে গিয়ে পানিতে ডুবে বাংলাদেশ নৌবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মো. আসিফ ওরফে সাইফুল্লাহ (২৩) ও গ্রিন হার্ট আর্ট কলেজের ছাত্রী জান্নাত (১৮) পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। শনিবার (২৯ জুন) সন্ধ্যায় এই ঘটনা ঘটলেও দুর্গম এলাকা হওয়ার কারণে রোববার (৩০ জুন) জানতে পারে প্রশাসন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, নিখোঁজ লেফটেন্যান্ট মো. আসিফসহ ছয়জনের একটি দল ঢাকা থেকে ৩ দিন আগে বান্দরবানের রুমার তিনাপ সাইতার প্রাকৃতিক ঝরনায় যায়। ওই ঝরনা থেকে শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ফেরার পথে পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান আসিফ ও জান্নাত।

রোয়াংছড়ি সদর ইউপির ৫ নং ওয়ার্ডের সদস্য লাল রোসাং বম বলেন, গত ৩ দিন আগে ট্যুরিস্ট গাইড পলাশ তঞ্চঙ্গ্যা ও জেমশন বম এই ৬ পর্যটককে নিয়ে ভ্রমণে যাওয়ার সময় এ  ঘটনা ঘটেছে।

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা সত্য, তবে রুমা এলাকার হওয়ায় রুমা থানা পুলিশ ঘটনাস্থলে গেছে।

এনআই

আরও পড়ুন