• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৪, ২০১৯, ০৯:২২ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৪, ২০১৯, ০৯:২২ এএম

কাঁঠালে ইয়াবা পাচার, পুলিশ দম্পতি গ্রেফতার

কাঁঠালে ইয়াবা পাচার, পুলিশ দম্পতি গ্রেফতার

 

কাঁঠালের ভেতরে বিশেষ কৌশলে ইয়াবা পাচারের সময় পুলিম দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পুলিশ সদস্যের নাম বাবলু খন্দকার। তিনি চট্টগ্রাম রেলওয়ে থানার টিএসআই হিসেবে কর্মরত রয়েছেন। এ অভিযানে বাবলুর কাছ থেকে দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় ব্রাক্ষণবাড়িয়া থেকে ইয়াবার চালান নিয়ে তারা বাসে করে রাজধানী আসছিলেন। এ সময় র‌্যাবের একটি দল পুরনো ঢাকার গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

এ বিষয়ে র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, ব্রাহ্মনবাড়িয়ার কুটিচৌমুহনী থেকে গোমতী এয়ারকন বাসে ইয়াবার একটি চালান আসছে, এমন খবরে পুরনো ঢাকার গেন্ডারিয়া গোমটি ঘর এলাকায় অবস্থায় নেওয়া হয়। এয়ারকন বাস তল্লাশি করে কাঁঠালের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে আনা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পুলিশের টিএসআই ও তার স্ত্রী শিউলী বেগমকে গ্রপ্তার করা হয় এর আগেও ইয়াবা মামলা রয়েছে এই দুজনের নামে। পুলিশের টিএসআই মামলার পর থেকে এই পুলিশ কর্মকর্তা পলাতক ছিলেন। তিনি নতুন করে ইয়াবা ব্যবসায় জড়িয়েছেন। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, কক্সবাজার থেকে ইয়াবা কিনে দীর্ঘদিন রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। এ ব্যাপারে তার দ্বিতীয় স্ত্রী তাকে সহযোগিতা করে আসছেন।

এইচএম/এসজেড