• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৪, ২০১৯, ১২:১৭ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৫, ২০১৯, ১২:৩৯ পিএম

ক্যারিবীয় উপকূলে মাছ ধরার নৌকা ডুবি, নিহত ২৬

ক্যারিবীয় উপকূলে মাছ ধরার নৌকা ডুবি, নিহত ২৬

 

হন্ডুরাসে ক্যারিবীয় সাগরের উপকূলে মসকুইশিয়া অঞ্চলে একটি মাছ ধরার নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। বুধবার দেশটির সশস্ত্র বাহিনী থেকে জানানো হয়েছে, খারাপ আবহাওয়ায় পড়ে ক্যারিবিয়ান সাগরের উপকূলে নৌকাটি ডুবে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

চিংড়ি ধরার ওপর দেশটির সরকার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয়ার পর ৭০ টন ওজনের ওই নৌকায় গাদাগাদি করে মাছ ধরার জন্য সাগরে পাড়ি দেন জেলেরা। দুর্ঘটনার পেছনে মূল কারণ কী হতে পারে তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে থেকে জানানো হয়, মৃত্যুর অল্প কিছু সময় আগে দুর্ঘটনাকবলিত নৌকার ক্যাপ্টেন রেডিওতে এসওএস সিগন্যাল (বিপদ সংকেত) পাঠান। সশস্ত্র বাহিনীর মুখপাত্র হোসে মেজার জানান, নিহত ও উদ্ধার করা জেলেদের নিকটস্থ পুয়ের্তো লেমপিরা শহরে নিয়ে যাওয়া হয়।

ওই একই অঞ্চলে গতকাল বুধবার আরো একটি অতিরিক্ত জেলে বোঝাই নৌকা সাগরে ডুবে গিয়ে ৪০ জন ব্যক্তি আহত হয়ে বলে জানা যায়। তবে সে দুর্ঘটনায় কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

সূত্র : বিবিসি

এসজেড

আরও পড়ুন