• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৬, ২০১৯, ০৬:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৬, ২০১৯, ০৬:৩৮ পিএম

শেরপুরে ছাত্রীনিবাস থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

শেরপুরে ছাত্রীনিবাস থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

শেরপুর জেলা শহরের সজবরখিলা এলাকার ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রীনিবাস থেকে আনুসকা আয়াত বন্ধন (১৪) নামের নবম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ জুলাই) সকালে ওই ছাত্রীনিবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে নিহতের স্বজনদের দাবি, বন্ধনকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বন্ধন শ্রীবরদী উপজেলার পূর্ব ছনকান্দা গ্রামের ওমানপ্রবাসী আনোয়ার জাহিদ বাবুল মৃধার মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, বন্ধন শহরের ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রীনিবাসে থেকে নবম শ্রেণিতে পড়াশোনা করছিল। শনিবার সকালে বন্ধনকে নিজ কক্ষে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে এক ছাত্রী চিৎকার দিলে স্কুল কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে এই ঘটনাকে আত্মহত্যা বলে মানতে নারাজ পরিবার। তাদের দাবি, কেউ হয়তো তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে।

নিহতের ফুপু ও শ্রীবরদী উপজেলা আনসার ভিডিপির সহকারী অফিসার রওশন আরা বলেন, ‘আমার ভাতিজির সাথে গতকালও (শুক্রবার) তার বাবা দেখা করেছে। আমি মনে করি, আমার ভাতিজিকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

এ ব্যাপারে অধিক তদন্ত সাপেক্ষে কথা বলা উচিত বলে মনে করেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। সবকিছু শেষে আমরা বিস্তারিত আপনাদের জানাতে পারব।’

এনআই

আরও পড়ুন