• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৭, ২০১৯, ১০:০৭ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৭, ২০১৯, ১০:০৭ পিএম

কুড়িগ্রামে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

কুড়িগ্রামে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
ব্যবসায়ীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৫ আসামি ছবি : জাগরণ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব পায়রাডাঙ্গা গ্রামের হাসেম বাজার এলাকায় পূর্বশত্রুতার জের ধরে নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন জেলা ও দায়রা জজ।

রোববার (৭ জুলাই) বিকেলে জেলা ও দায়রা জজ মুন্সী রফিউল আলমের আদালত এই রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন হাসেম বাজার পূর্ব পায়রাডাঙ্গা গ্রামের মো. আব্দুর রহিম, আসাদুজ্জামান রাজা, সাইফুর রহমান কাছু, মো. সাইফুর রহমান ও মো. মঞ্জুরুল হক।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন এবং আসামিপক্ষের আইনজীবী এটিএম এনামুল হক চৌধুরী।

মামলার বিবরণে জানা গেছে, হাসেম বাজার পূর্ব পায়রাডাঙ্গা গ্রামের তমিজ উদ্দিন ব্যাপারীর ছেলে নজরুল ইসলাম ২০০৯ সালের ১৯ মার্চ রাত ১০টার দিকে ব্যবসার কাজ সেরে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার সময় পূর্বশত্রুতার জের ধরে আসামিরা তাকে আটক করে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করে। পরে তাকে রংপুর মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

এনআই

আরও পড়ুন