• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ১২, ২০১৯, ০৪:২৮ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১২, ২০১৯, ০৪:২৮ পিএম

ময়মনসিংহে ৫ ইউপি নির্বাচনে স্বতন্ত্র ৪, আ’লীগ ১টিতে জয়ী

ময়মনসিংহে ৫ ইউপি নির্বাচনে স্বতন্ত্র ৪, আ’লীগ ১টিতে জয়ী
ইউপি নির্বাচনে ভোট দিতে নারী ভোটারদের দীর্ঘ লাইন - ছবি : জাগরণ

ময়মনসিংহ সদরের ৬ ইউনিয়নের মধ্যে ৫ ইউনিয়নের নির্বাচন বৃহস্পতিবার (১১ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা এবং একটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন।

চেয়ারম্যান পদে চরঈশ্বরদিয়া ইউনিয়নে মোস্তফা সেলিম আনারস প্রতীকে, চর নিলক্ষিয়া ইউনিয়নে ফারুকুল ইসলাম রতন আনারস প্রতীকে, খাগডহর ইউনিয়নে আনোয়ার হোসেন নান্নু ঘোড়া প্রতীকে ও দাপুনিয়ায় হাফিজুল ইসলাম চশমা প্রতীকে বিজয়ী হন। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী। কেবল ভাবখালী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী আ. ছাত্তার সোহেল নির্বাচিত হয়েছেন।

চেয়ারম্যান ব্যালটে প্রতীক উল্টাপাল্টা ছাপা হওয়ার কারণে সিরতা ইউনিয়নের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

নির্বাচনে ৫টি ইউনিয়নের মধ্যে একটি ছাড়া অন্য চারটিতে নৌকার ভরাডুবিতে প্রার্থী মনোনয়নে নানা ত্রুটিকেই দায়ী করছেন দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, ময়মনসিংহ সিটি করপোরেশনের সীমানা জটিলতায় এ ছয়টি ইউনিয়নের নির্বাচন যথাসময়ে হয়নি। গত ৫ মে সিটি নির্বাচন হওয়ার পর ১১ জুলাই এসব ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হলো। নির্বাচন কমিশন স্থগিত হওয়া সিরতা ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষণা করবে।

এনআই

আরও পড়ুন