• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১২, ২০১৯, ০৭:২০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১২, ২০১৯, ০৭:২০ পিএম

নেত্রকোনায় ধর্ষণের বিরুদ্ধে খালি পায়ে হেঁটে প্রতিবাদ

নেত্রকোনায় ধর্ষণের বিরুদ্ধে খালি পায়ে হেঁটে প্রতিবাদ
নেত্রকোনায় ধর্ষণের বিরুদ্ধে খালি পায়ে হাঁটা কর্মসূচি পালন করেন সর্বস্তরের মানুষ - ছবি : জাগরণ

‘ধর্ষণের বিরুদ্ধে জাগো বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১২ জুলাই) নেত্রকোনায় খালি পায়ে হাঁটা কর্মসূচি নিয়ে পুরো শহর প্রদক্ষিণ এবং মানববন্ধন করে প্রতিবাদ জানানো হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সমাজের সচেতন সকল স্তরের মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

‘প্রতিবাদ প্রতিরোধের এখনই সময়’ লেখা প্ল্যাকার্ড নিয়ে শুক্রবার সকাল ১০টায় স্থানীয় শহীদ মিনারে জড়ো হন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা। সেখান থেকে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অনেকেই মুখে কালো কাপড় বেঁধে খালি পায়ে হাঁটা কর্মসূচি শুরু করেন। খালি পায়ে হাঁটা কর্মসূচি জেলা শহরের তেরী বাজার মোড়, আখড়ার মোড়, বড় বাজার, মোক্তারপাড়া প্রেসক্লাব হয়ে পুনরায় শহীদ মিনারে এসে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধন চলাকালে নেত্রকোনাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, মহিলা পরিষদের সম্পাদক তাহেজা বেগম, রেড ক্রিসেন্টের সম্পাদক গাজী মোজাম্মেল হক টুকু, স্বাবলম্বীর কোহিনুর বেগম, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দা নাজনীন সুলতানা, শিল্পী ভট্টাচার্য্য, শিক্ষক তমা রায়, সাংবাদিক পল্লব চক্রবর্তী, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সোবায়েল আহম্মদ খান, ছাত্র ইউনিয়নের সভাপতি মিথুন শর্মা অভি, উদীচীর মো. আলমগীর, অভিভাবক সাহানা আক্তার পপি, শিশু ছায়ার তোফায়েল খান, শিক্ষার্থী তামান্না আক্তার, তাসপিয়া তাহিমিন প্লামি, দেবাশিষ সরকার, ঋত্বিক সরকার, বীথি সরকার প্রমুখ।

এনআই

আরও পড়ুন