• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৩, ২০১৯, ০২:১৫ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৩, ২০১৯, ০২:১৫ পিএম

বগুড়ায় যমুনায় পানি বৃদ্ধি, বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত 

বগুড়ায় যমুনায় পানি বৃদ্ধি, বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত 


উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের ফলে বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার চর এলাকার কামারপুর, রহদহ, ঘুঘুদহ, চন্দনবাইশা, ধলিরকান্দি ও কুতুবপুরের নিচু এলাকা ডুবে গেছে। পানির নিচে তলিয়ে গেছে আউশ ধান, আমন বীজতলা ও  শাকসবজির খেত।  

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা হাসান মাহমুদ জানান, যমুনার পানি সারিয়াকান্দি ও ধুনট পয়েন্টে বিপদসীমার ৩ সে. মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদী সারিয়াকান্দির গোদখালী ও ধুনটের কয়াগাড়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাছাকাছি দিয়ে পানি প্রবাহিত হলেও বাঁধে ভাঙ্গনের কোন সম্ভাবনা নেই। যমুনার পানি নদী পারের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় যমুনার ভাঙ্গনও কমে গেছে।

বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহমেদ জানান, বন্যার পূর্ব প্রস্তুতি হিসেবে সংশ্লিষ্ট সকল বিভাগকে নিয়ে সভা করে দায়িত্ব দেওয়া হয়েছে। ত্রাণ সামগ্রীও স্বল্প আকারে হলেও প্রস্তত রয়েছে। সার্বক্ষণিকভাবে খোঁজখবর রাখা হচ্ছে।

আরআই