• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ১৩, ২০১৯, ০২:২৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৩, ২০১৯, ০২:৩৪ পিএম

মনু ও ধলাই নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত       

মনু ও ধলাই নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত       
বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মনু ও ধলাই নদীর পানি  -ছবি : জাগরণ

ভারতে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মৌলভীবাজারের মনু নদী ও কমলগঞ্জে ধলাই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে মনু ও ধলাই নদীর ৫৬টি প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। বাঁধগুলো রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের পাশাপাশি গ্রামবাসীরা কাজ করছে।

জানা যায়, ধলাই নদীর পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার, মনু নদীর কুলাউড়া অংশে বিপদসীমার ১৫ সেন্টিমিটার এবং মৌলভীবাজার চাঁদনীঘাটে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ২০ মিটার ভেঙ্গে কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের রামপাশা এলাকাসহ আরও কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। ফলে নদীর প্রতিরক্ষা বাঁধগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বন্যা মোকাবিলায় মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তথ্য কেন্দ্র খোলা হয়েছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী তথ্যটি নিশ্চিত করে জানান, বৃষ্টি না হলে মনু নদীর নিন্মাঞ্চলে পানি বাড়বে। তবে বন্যা মোকাবিলায় আমরা তৎপর। এছাড়া জনসাধারণকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

একেএস
 

আরও পড়ুন