• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৬, ২০১৯, ১২:২০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৬, ২০১৯, ১২:৩৫ পিএম

অবশেষে মারা গেলেন আহত পুলিশ সার্জেন্ট কিবরিয়া

অবশেষে মারা গেলেন আহত পুলিশ সার্জেন্ট কিবরিয়া


অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বরিশালে দায়িত্ব পালনরত অবস্থায় যমুনা গ্রুপের কাভার্ডভ্যানের চাপায় আহত পুলিশ সার্জেন্ট গোলাম কিবরিয়া।

মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা। লাশ বর্তমানে ঢামেক মর্গে আছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আব্দুল খান বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল সোমবার (১৬ জুলাই) বরিশাল শহরতলীতে যমুনা গ্রুপের কাভার্ড ভ্যান চাপায় আহত হন সার্জেন্ট গোলাম কিবরিয়া।

কিবরিয়ার স্বজনরা জানান, বরিশালে দায়িত্ব পালনরত অবস্থায় যমুনা গ্রুপের কাভার্ডভ্যানের চাপায় কিবরিয়া আহত হয়। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। এর পরপরই তাকে জরুরি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

এ ঘটনায় কাভার্ডভ্যানচালককে আটক করেছে পুলিশ। আহত সার্জেন্ট গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত। তার বাড়ি পটুয়াখালী। আটক কাভার্ড ভ্যানচালক জলিল সিকদারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর-দফতর) হাবিবুর রহমান খান বলেন, সার্জেন্ট গোলাম কিবরিয়া বিশ্ববিদ্যালয় থেকে কিছুটা দূরে জিরো পয়েন্ট এলাকায় পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এ সময় যমুনা গ্রুপের একটি কাভার্ডভ্যান বরিশাল যাচ্ছিল। বেপরোয়া গতির কারণে সার্জেন্ট গোলাম কিবরিয়া কাভার্ডভ্যানটি থামানোর সংকেত দেন। তা অমান্য করে কাভার্ডভ্যানটি দ্রুতগতিতে চালাতে থাকেন চালক। সার্জেন্ট কিবরিয়া মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে ট্রাকের সামনে গিয়ে পথরোধ করলে কাভার্ডভ্যানটি তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

এইচএম/আরআই

আরও পড়ুন