• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৬, ২০১৯, ০৯:১৭ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৬, ২০১৯, ০৯:১৭ পিএম

সাপ্তাহিক সোনার সিলেটের ১৭তম বর্ষপূতি ও কার্যালয় উদ্বোধন

সাপ্তাহিক সোনার সিলেটের ১৭তম বর্ষপূতি ও কার্যালয় উদ্বোধন
ফিতা কেটে সাপ্তাহিক সোনার সিলেট পত্রিকার কার্যালয় উদ্বোধন করেন অতিথিরা - ছবি : জাগরণ

গোলাপগঞ্জে সাপ্তাহিক সোনার সিলেট পত্রিকা প্রকাশনার ১৭ বছরপূর্তি ও ১৮তম বর্ষে পদার্পন ও পত্রিকার প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৪টায় কার্যালয়ের গোলাপগঞ্জের চৌমুহনীস্থ পত্রিকার কার্যালয়ের সম্মুখে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ রফিকুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। নূর ম্যানশন মার্কেট মসজিদের ইমাম মাওলানা নুরুজ্জামানের পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। যৌথভাবে তা পরিচালনা করেন অ্যাডভোকেট কবির আহমদ ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জাহেদুর রহমান জাহেদ।

স্বাগত বক্তব্য রাখেন সোনার সিলেট পত্রিকার সম্পাদক ও সাবেক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুদ আহমদ চৌধুরী।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন চৌধুরী আফজাল, সিলেট মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মো. তোঁতা মিয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা ফোরাম সিলেট ইউনিটের সভাপতি সুব্রত চক্রবর্তী জুয়েল, এডভোকেট গিয়াস উদ্দিন, এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সাবেক সভাপতি অৎামিল চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক ইউনুছ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি এস এ মালেক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়ছল আহমদ চৌধুরী, পৌর বাস্তবায়ন কমিটির সভাপতি ছালিক আহমদ চৌধুরী, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল করিম পাখি প্রমুখ। 

আরো উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রতন মনি চন্দ, দপ্তর সম্পাক জহুরুল ইসলাম, কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আহাদ, সাংবাদিক খালেদ হোসেন, জয় রায় হিমেল, পাপ্পু আহমদ প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সংবাদপত্র হচ্ছে মানুষের দর্পন, সাংবাকিরা যা লিখবে সাধারণ মানুষ তা-ই পড়বে। এ গোলাপগঞ্জ উপজেলা একটি সমৃদ্ধশালী উপজেলা, সোনার সিলেট পত্রিকা গোলাপগঞ্জ তথা সিলেটবাসীর জন্য মাইলফলক হিসেবে কাজ করবে। 

আলোচনা সভা শেষে অতিথিরা ফিতা কেটে সাপ্তাহিক সোনার সিলেট পত্রিকার কার্যালয় উদ্বোধন করেন।

এফসি