• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ১৭, ২০১৯, ০৯:৩৪ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৭, ২০১৯, ১০:১৩ এএম

সিরাজগঞ্জে রিং বাঁধে ধস

৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৫শ পরিবার

৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৫শ পরিবার
সিরাজগঞ্জের কাজিপুরে জেলা পরিষদের বিকল্প রিং বাঁধের ধসে ৫ গ্রাম প্লাবিত -ছবি : জাগরণ

যমুনা নদীর পানির প্রবল স্রোতে সিরাজগঞ্জের কাজিপুরে জেলা পরিষদের বিকল্প রিং বাঁধের অন্তত ৬০ মিটার এলাকা ধসে ৫ গ্রাম প্লাবিত হয়েছে। মুহূর্তেই পানিবন্দি হয়ে পড়েছে ৫ শতাধিক পরিবার। ডুবে গেছে কাজিপুর-ধুনট সড়কের আধ কিলোমিটার এলাকা। পানিবন্দিএসব মানুষকে নিরাপদে সরিয়ে নিতে উদ্ধার অভিযান চলছে। 

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এই বাঁধে ধস শুরু হয়। ধীরে ধীরে ধসের পরিধি বাড়তে থাকে। রাত সাড়ে ১১টার দিকে প্রবল বেগে লোকালয়ে পানি ঢুকতে থাকে।

কাজিপুর উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার জানান, যমুনার ভাঙন থেকে রক্ষায় উপজেলার মেঘাই, নতুন মেঘাই, পাইকড়তলী, কুনকুনিয়া ও পলাশপুর গ্রামের দেড় হাজার পরিবারকে রক্ষায় নির্মিত রিং বাঁধটির মেঘাই আটাপাড়া অংশে গতকাল রাত ১০টার পর থেকে ধস দেখা দেয়। ধীরে ধীরে বিস্তৃত হয়ে বাঁধটির প্রায় ৬০ মিটার এলাকা ভেঙে যায়। এতে প্রবল বেগে পানি প্রবেশ করে মুহূর্তেই ৫ গ্রাম প্লাবিত হয়ে যায়। এরইমধ্যে ৫শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দী পরিবারের শিশু-বৃদ্ধ, গৃহপালিত পশুসহ বিভিন্ন জানমাল উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থলে রয়েছেন।

কাজিপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (এসও) ফরিদ উদ্দিন জানান, আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছি। তবে পানির প্রবল স্রোতের কারণে নৌকা নিয়ে যেতে সমস্যা হচ্ছে। 

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, রাতে হঠাৎ করেই বাঁধটিতে ধস দেখা দেয়ায় বাঁধের পাশের গ্রামগুলো প্লাবিত হয়ে পড়েছে। পানিবন্দিদের জানমাল নিরাপদে সরিয়ে আনতে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছে।

একেএস

আরও পড়ুন