• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৭, ২০১৯, ১১:৫৭ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৭, ২০১৯, ০২:৫০ পিএম

শতভাগ পাস ৯০৯ প্রতিষ্ঠানে, শূন্য ৪১টি

শতভাগ পাস ৯০৯ প্রতিষ্ঠানে, শূন্য ৪১টি
ফলাফল প্রকাশের পর রোল নম্বর খুঁজছেন শিক্ষার্থীরা -ছবি : কাশেম হারুন

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৯০৯টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গতবারের তুলনায় এবার শতভাগ পাসের হার বেশি। গত বছর এ সংখ্যা ছিল ৪০০। একজনও পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪১টি। গত বছর পাস শূন্য প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫৫।

বুধবার (১৭ জুলাই) ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা বোর্ডের প্রধানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর করেন।
 
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৮ হাজার ৫০৫। এর মধ্যে ৮টি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসিতে পরীক্ষার্থী ১১ লাখ ৩৮ হাজার ৫৫০ জন। এছাড়া মাদ্রাসার আলিমে ৮৮ হাজার ৪৫১ এবং কারিগরিতে এইচএসসি (বিএম) ১ লাখ ২৪ হাজার ২৬৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

জেড এইচ/একেএস

আরও পড়ুন