• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৭, ২০১৯, ০৪:১১ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৭, ২০১৯, ০৪:১৭ পিএম

এবার জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা

এবার জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েদের তুলনায় এগিয়ে রয়েছে ছেলেরা। ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৫৭৬ জন। অন্যদিকে মেয়েরা পেয়েছে ২২ হাজার ৭১০ জন।

বুধবার (১৭ জুলাই) দুপুরে শিক্ষামন্ত্রী দীপু মনি বিস্তারিত ফল সাংবাদিকদের সামনে তুলে ধরেন। সেই ফল থেকে এমন তথ্য জানা গেছে।
  
এবার ৭৩ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ৫৮৬ জন। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন। সে হিসেবে এবার পাসের হার বেড়েছে ৭ দশমিক ২৯ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৮ হাজার ৩২৪ জন।

এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ১৩ লাখ ৫৫ হাজার ২২ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন। ৮টি বোর্ডে পাসের হার ৭১.৮৫ শতাংশ। 

উল্লেখ্য, গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। শেষ হয় ১১ মে। এরপর ১২ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয় এবং তা শেষ হয় ২১ মে।

এএইচএস/একেএস

আরও পড়ুন