• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ১৮, ২০১৯, ০১:০১ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৮, ২০১৯, ০১:০১ পিএম

বোমায় বিস্ফোরণে ক্ষতবিক্ষত হাকিম মারা গেছেন

বোমায় বিস্ফোরণে ক্ষতবিক্ষত হাকিম মারা গেছেন

চুয়াডাঙ্গায় নিজের বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণের ঘটনায় আহত আব্দুল হাকিম দুইদিন চিকিৎসার পর মারা গেছেন।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত সোমবার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামে বোমা বানাতে গিয়ে বিস্ফোরিত হয়ে মারাত্মক আহত হয় আব্দুল হাকিম (৩০)। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

পরবর্তীতে পুলিশ প্রহরায় তাকে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়া হয়। দুইদিন চিকিৎসার পর হাকিমের অবস্থার অবনতি হলে বুধবার সন্ধ্যায় তিনি মারা যান।

কেএসটি