• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৯, ২০১৯, ০৮:২৬ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৯, ২০১৯, ০৮:২৬ এএম

সেই ট্রেন দুর্ঘটনাস্থলে ২ সিগন্যালম্যান নিযুক্ত

সেই ট্রেন দুর্ঘটনাস্থলে ২ সিগন্যালম্যান নিযুক্ত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সেই বেতকান্দি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের বর কনেসহ ১১ জন নিহতের ঘটনাস্থল অবশেষে ২ জন সিগন্যালম্যান নিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সিগন্যালম্যান বিপ্লব কুমার দাস (৩০) এই কর্মস্থলে যোগদান করেছেন। শনিবার আরও একজন যোগদান করবেন। 
আর যেন দুর্ঘটনা না ঘটে সেজন্য তাদের ওই কর্মস্থলে দেয়া হয়েছে। সেই সঙ্গে রেল বিভাগের গঠিত ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি কাজও শুরু করেছেন।

রেল বিভাগের পার্মামেন্ট ওয়ে ইন্সপেক্টর (পিডব্লিউআই) পলাশ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, উল্লাপাড়া উপজেলার সলপ স্টেশনের অদূরে অরক্ষিত বেতকান্দি রেলক্রসিংয়ে সোমবার সন্ধ্যায় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা আন্তঃনগন এক্সপ্রেসে ট্রেনের ধাক্কায় বর যাত্রীবাহী মাইক্রোবাসের বর কনেসহ ১১ নিহত হন। এ মর্মান্তিক ঘটনার পর রেল কর্তৃপক্ষ ওই অরক্ষিত বেতকান্দি রেলক্রসিংয়ে ২ জন সিগন্যালম্যান নিযুক্ত করেছেন। বৃহস্পতিবার থেকেই একজন দায়িত্ব পালন শুরু করছেন।
গত বুধবার দিনভর ওই রেলক্রসিংয়ের রেললাইনের দক্ষিণে উভয় ধারের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে গাছপালা কেটে ফেলা হয়েছে। 

কেএসটি