• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ১৯, ২০১৯, ১২:১৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৯, ২০১৯, ১২:১৩ পিএম

রাজধানীতে দেড় লক্ষাধিক টাকাসহ ২৪ জুয়াড়ি আটক

রাজধানীতে দেড় লক্ষাধিক টাকাসহ ২৪ জুয়াড়ি আটক

রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ২৪ জুয়াড়িকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১০) সদস্যরা। আটক ২৪ জুয়াড়ীর কাছ থেকে দেড় লক্ষাধিক টাকা জব্দ করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৯ জুলাই) রাতে সংশ্লিষ্ট জুয়াড়িদের আটক করা হয়।

আটকরা হলেন- সবুজ (৩৯), শ্যামল বৈদ্য (৪০), সোহাগ (২৮), রাজু (৩৪), শফিক (২৬), হেমায়েত (২৩), শহিদুল ইসলাম রকি (৩০), রাজন তালুকদার (৩০), সরোয়ার (২৬), কুদ্দুস (৪৮), শাহজাহান (৪৭), মাইন উদ্দিন (৩৫), মানিক হোসেন (২৮), চন্দন কুমার দাস (২৮), আল-আমিন (২৩), আশিদুল ইসলাম (২৮), সুমন (২৪), দুলাল কৃষ্ণ সাহা (৪০), নুর হোসেন সুমন (২৬), শরিফ মিয়া (৩১), জাকারিয়া (৩০), আব্বাস (৩৬), ফয়ছাল মিয়া (৪০) ও কামরুল হাসান (৩৭)। 

র‌্যাব জানায়, আটকরা পেশাদার জুয়াড়ি। জুয়াড়িদের কাছ থেকে নগদ ১ লাখ ৬১ হাজার ৮শ’ টাকা এবং জুয়া খেলার ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে তারা সিকিউরিটি কোম্পানির আড়ালে অবৈধভাবে জুয়ার আসর বসিয়ে এলাকার শৃঙ্খলা ও সামাজিক পরিবেশ নষ্ট করে আসছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এইচ এম/টিএফ