• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৯, ২০১৯, ০৯:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৯, ২০১৯, ০৯:৩৬ পিএম

চাটমোহরে নববধূর মৃত্যু নিয়ে ধূম্রজাল

চাটমোহরে নববধূর মৃত্যু নিয়ে ধূম্রজাল

পাবনার চাটমোহরে নববধূ আজিমা খাতুনের মৃত্যু নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। তিনি উপজেলার শীতলাই গ্রামের বাসিন্দা শাহীনের স্ত্রী।

শুক্রবার (১৯ জুলাই) ময়নাতদন্তের জন্য তার লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার বিকালে আজিমার মৃত্যু হয়। আজিমার বাবার দাবি, যৌতুকের জন্য তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে শাহীনের পরিবারের লোকজন বাড়ি থেকে সটকে পড়েছেন।

আজিমার বাবা আজাহার আলী বলেন, তিনি দেখতে পান মেয়ের লাশ শাহীনের ঘরের মেঝেতে পড়ে রয়েছে। এর আগে তিনি খবর পেয়েছিলেন, আজিমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মোবাইল ফোনের মাধ্যমে তার শ্বশুরবাড়ি থেকে এ খবর জানানো হয়।

তিন মাস আগে আজিমার বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে স্বর্ণালংকার দেওয়ার কথা ছিল। কিন্তু  আর্থিক সংকটের কারণে দিতে পারেননি, বলছিলেন আজাহার।

আজাহার আলীর বাড়ি একই উপজেলার ছয়ঘাঁটি গ্রামে।

চাটমোহর থানার ওসি (তদন্ত) শরীফুল ইসলাম জানান, ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত অপমৃত্যু মামলা হয়েছে।

এনআই

আরও পড়ুন