• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২০, ২০১৯, ১১:৪২ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২০, ২০১৯, ১১:৪২ এএম

সাভারে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক 

সাভারে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক 

সাভারে ১০ বোতল ফেনসিডিলসহ শিবলী বিন খালেক কিরণ (৩২) ও হাসু (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় বিপ্লব সাহা (৩০) নামে এক মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। 

শনিবার (২০ জুলাই) সকালে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ঘটনা সত্যতা নিশ্চিত করে। 

আটক শিবলী মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার আংগারিয়া গ্রামের মৃত আ. খালেকের ছেলে। অপর ব্যক্তি হাসু ঢাকার ধামরাই থানার ফোর্ডনগর এলাকার মৃত আ. রাজ্জাকের ছেলে। অন্যদিকে পলাকত বিপ্লব সাভার পৌর এলাকার ঘোষপাড়া মহল্লার কৃষ্ণ সাহার ছেলে বলে জানান যায়। 

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূরুল জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার নামা বাজারের ব্রিজের পাশে সড়কে মাদক বেচাকেনার খবর পাই। সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁচ্ছে ১০ বোতল ফেনসিডিলসহ শিবলী ও হাসুকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বিপ্লব নামে এক মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। 

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

কেএসটি

আরও পড়ুন