• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৫, ২০১৯, ০৬:০৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৫, ২০১৯, ০৬:০৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উপনির্বাচনে নাজিম সদস্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উপনির্বাচনে নাজিম সদস্য নির্বাচিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উপনির্বাচনে ৮ নং ওয়ার্ডে বিজয়ী মো. আতাউর রহমান নাজিম - ছবি : জাগরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-বিজয়নগর উপজেলা অংশের ৮ নং ওয়ার্ডের জেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান নাজিম হাতি প্রতীকে ৫৮ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী  উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া তালা প্রতীকে পেয়েছেন ১৩ ভোট।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় এই নির্বাচন।

নির্বাচনে দুই উপজেলার ৮ নং ওয়ার্ডে ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন রয়েছে। এই নির্বাচনে ৯৩ জন জনপ্রতিনিধি ভোটার ছিলেন।

বিজয়ী প্রার্থী আতাউর রহমান নাজিম বলেন, ‘এলাকার উন্নয়নের স্বার্থে ভোটাররা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

উল্লেখ্য, গেল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৮ নং ওয়ার্ড সদস্য মো. আবুল কাশেম ভূইয়া পদত্যাগ করেন। ফলে পদটি শূন্য হওয়ায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

এনআই

আরও পড়ুন