• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০১৮, ০৪:২৭ পিএম

মৌলভীবাজার মুক্ত দিবস আজ

মৌলভীবাজার মুক্ত দিবস আজ

 

মৌলভীবাজার মুক্ত দিবস আজ শনিবার (৮ নভেম্বর)।  দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে সকাল সাড়ে ১০টায় চাঁদনীঘাট এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, স্মৃতিচারণসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. আজিজুর রহমান।  এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ,সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ।     

স্থানীয় মুক্তিযোদ্ধা সূত্রে জানা যায়, ২ ডিসেম্বর রাতে মৌলভীবাজারের পূর্ব সীমান্তের কাছাকাছি শমসেরনগর বিমানবন্দর ও চাতলাপুর বিওপিতে পাকিস্তানি হানাদার বাহিনীর অবস্থানের উপর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী একসঙ্গে আক্রমণ করে।  আক্রমণের মুখে পাক সেনারা শমসেরনগরে টিকতে না পেরে মৌলভীবাজার শহরে ফিরে আসে। 

মৌলভীবাজারে ছিল পাক সেনাদের ব্রিগেড হেড কোয়ার্টার। মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনী মৌলভীবাজার দখলের উদ্দেশ্যে ৪ ডিসেম্বর বিকেল ৪টার দিকে শহর থেকে ৪ কিলোমিটার দূরে কালেঙ্গা পাহাড়ে অবস্থান নেয়।  সেখানে বড়টিলা নামক স্থানে পাক বাহিনীর সঙ্গে মিত্র বাহিনী ও মুক্তিবাহিনীর যুদ্ধ হয়। 

৫ ডিসেম্বর থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর প্রতিরক্ষা ব্যূহ ভেঙে পড়তে শুরু করে। ফলে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর যৌথ হামলা প্রতিরোধ করতে তারা ব্যর্থ হতে থাকে।  এক পর্যায়ে ঘাতক বাহিনীর পিছু হটার ফলে ৮ ডিসেম্বর পুরো মৌলভীবাজার হানাদারমুক্ত হয় এবং আকাশে উড়ে স্বাধীন বাংলার পতাকা। 

এএস/জেডএস