• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৬, ২০১৯, ০৯:১৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৬, ২০১৯, ০৯:১৩ পিএম

ঝরনার ওপর ছবি তুলতে গিয়ে পর্যটকের মৃত্যু

ঝরনার ওপর ছবি তুলতে গিয়ে পর্যটকের মৃত্যু

মিরসরাইয়ের খৈয়াছড়া পাহাড়ি এলাকায় ঝরনা দেখতে এসে ঝরনার ওপর থেকে পা পিছলে পড়ে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবু আল হোসাইন মেমোরী (২৯)। তার বাড়ি বগুড়া জেলার সদর থানায়। তিনি ঢাকার টিকাটুলী এলাকায় সেইফটি কনসালট্যান্ট বিডি প্রতিষ্ঠানের আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন।

নিহতের সহকর্মী জুয়েল রানা বলেন, ‘শুক্রবার সকালে আমরা ৫ জন ঢাকা থেকে মিরসরাইয়ের খৈয়াছড়ার পাহাড়ি ঝরনায় ভ্রমণে এসেছিলাম। দুপুরে আমরা ঝরনার ওপর ওঠার সময় মেমোরী (২৯) ছবি তোলার জন্য পোজ দিতে গিয়ে অসতর্কতাবশত নিচে পড়ে যায় এবং মাথায় প্রচুর আঘাত পায়।’
 
মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মিরসরাই পৌর সদরে অবস্থিত মাতৃকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাতৃকা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আদনান জানান, মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ। তিনি বলেন, আবু আল হোসাইন মেমোরীর পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এনআই

আরও পড়ুন