• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩১, ২০১৯, ১০:৪৪ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩১, ২০১৯, ১০:৪৪ এএম

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ ইব্রাহীম (৩০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার সৈয়দ আলীর ছেলে। ঘটনাস্থল হতে ২০ হাজার ইয়াবা, ১টি আগ্নোয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, দুইটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। পাচারকারী ও ইয়াবা বহনে একটি অনথেস্ট সিএনজি জব্দ করা হয়।

মঙ্গলবার (৩১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বিজিবির মাদকবিরোধী অস্থায়ী চেকপোস্টে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

বিজিবির দাবি তিনি একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। এ ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হন।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, রাত দেড়টার দিকে দায়িত্বরত বিজিবির একটি টিম মেরিন ড্রাইভ খুরের মুখে টহল দিচ্ছিল। এ সময় কক্সবাজারগামী একটি অনথেস্ট সিএনজি আসতে দেখে থামানোর সংকেত দেয়। সিএনজিটি তা উপেক্ষা করে চলে যায়। তাৎক্ষণিক বিজিবির দলটি দুই কিলোমিটার উত্তরে অপর চেকপোস্টে খবর পৌঁছায়। 

চেকপোস্টটি ব্লক করে দিলে সিএনজিটি পৌঁছামাত্রই এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে বিজিবির দুই সদস্য আহত হয় এবং জন মাল রক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। প্রায় ৫-৬ মিনিট গুলি বিনিময় হওয়ার পরে অন্যান্য অস্ত্রধারীরা পালিয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে ঘটনাস্থল তল্লাশি করে ইয়াবা ও অস্ত্র সহ গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

কেএসটি

আরও পড়ুন