• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১, ২০১৯, ০৫:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১, ২০১৯, ০৫:৪৫ পিএম

প্রায় ৫০০ অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে দিল্লি পুলিশ

প্রায় ৫০০ অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে দিল্লি পুলিশ

ভারতের রাজধানী দিল্লি থেকে বিগত ২৮ মাসে প্রায় ৫০০ অবৈধ বাংলাদেশিকে আটকের পর দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। পিটিআই 

বৃহস্পতিবার (১ আগস্ট) ভারতীয় গনমাধ্যমের প্রকাশিত সংবাদের তথ্য মতে জানা যায়, বিজেপি নেতা আশ্বিনি উপাধ্যায়ের করা এক মামলার প্রেক্ষিতে বুধবার (৩১ জুলাই) এ তথ্য দিয়েছে দিল্লি পুলিশ। ওই মামলাটিতে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ভারত থেকে বিতাড়িত করার আবেদন জানানো হয়। 

দিল্লি পুলিশ জানায়, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ৪৮৯ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। এরমধ্যে ৪৮০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। 

আশ্বিনি উপাধ্যায়ের ওই মামলায় আরও বলা হয়, মিয়ানমার ও বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী ভারতে পাড়ি জমাচ্ছে। এতে ভারতের জনসংখ্যার কাঠামো হুমকিতে পড়েছে। তাই দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাসহ সব অবৈধ অভিবাসী এবং অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটক করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে।

এসকে

আরও পড়ুন