• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ১, ২০১৯, ০৬:৪২ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১, ২০১৯, ০৬:৫৩ পিএম

নৌ মন্ত্রণালয়ের ৩ সংস্থার ঈদের ছুটি বাতিল

নৌ মন্ত্রণালয়ের ৩ সংস্থার ঈদের ছুটি বাতিল

কুরবানীর ঈদকে ঘিরে ঘরমুখো মানুষের যাত্রা আনন্দময় ও নিরাপদ করতে নৌ মন্ত্রণালয়ের ৩টি সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে নৌ-মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়। 

ঈদের ছুটির বাইরে থাকা সংস্থাটি ৩টি হলো -বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং নৌপরিবহন অধিদপ্তর।

অফিস আদেশে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে ও বর্তমান বন্যা পরিস্থিতি বিবেচনায় ঘরমুখো এবং উৎসব শেষে কর্মস্থলে ফেরা মানুষের নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল লঞ্চ চলাচলের মাধ্যমে যাত্রী পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিতকরণে নৌপরিবহন মন্ত্রণালয় ও এর অধীনস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং নৌপরিবহন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।


এমএএম/ একেএস

আরও পড়ুন