• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১, ২০১৯, ০৮:০৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১, ২০১৯, ০৮:০৯ পিএম

ঈদ যাত্রা নিরাপদে রোড সেফটি ফাউন্ডেশনের ২৪ দফা 

ঈদ যাত্রা নিরাপদে রোড সেফটি ফাউন্ডেশনের ২৪ দফা 

আসন্ন ঈদুল আজহায় মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রোড সেফটি ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৪ দফা দাবি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকালে সংগঠনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়। 

এতে বলা হয়, ঈদুল আজহা আসন্ন। কয়েকদিনের মধ্যেই ঢাকা মহানগরীসহ সারা দেশের বিভিন্ন জেলা শহর থেকে প্রায় দেড় কোটি মানুষ আপন জনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রা করবে। অতি অল্পসময়ে এত বিপুল সংখ্যক ঘরমুখী মানুষের চাপে সারা দেশের সড়ক, রেল ও নৌ-পরিবহনে এক ধরনের অব্যবস্থাপনা ও অস্থিরতা তৈরি হয়। বিশেষ করে সড়ক ও সড়ক পরিবহনে দেখা দেয় চরম নৈরাজ্য। এ সময় সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়ে বহু মানুষ আহত-নিহত হন। এটি প্রতিবছরের ঈদ মৌসুমের চিত্র। এই প্রেক্ষাপটে রোড সেফটি ফাউন্ডেশন আসন্ন ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবিসমূহ বাস্তবায়নের আহবান জানাচ্ছে।

দাবিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে- ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচল কঠোরভাবে বন্ধ করতে হবে। অদক্ষ, লাইসেন্সবিহীন ও অপ্রাপ্ত বয়স্ক চালক কর্তৃক যানবাহন চালনা বন্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।  বিশ্রামহীনভাবে যানবাহন না চালাতে চালকদের উৎসাহ দিতে হবে। এ ক্ষেত্রে পরিবহন মালিকেদের বিশেষ নির্দেশনা থাকতে হবে।  যানবাহন চালানো অবস্থায় মোবাইলফোনে কথা বলা থেকে চালকদের বিরত থাকতে কঠোর নির্দেশনা দিতে হবে এবং এ ক্ষেত্রে যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতিতে যানবাহন চালনা এবং ঝুঁকিপূর্ণ ওভারটেক বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভ্যান, রিকশা, নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন মহাসড়কে চলাচল বন্ধে কঠোর হতে হবে। ড্রাইভিং লাইসেন্স ব্যতীত এবং অপ্রাপ্ত বয়স্কদের মোটরবাইক চালানো বন্ধে প্রশাসনকে কঠোর হতে হবে। যৌক্তিক কারণ ব্যতীত মহাসড়কে যানবাহন থামিয়ে পুলিশের কাগজপত্র চেক করা বন্ধ করতে হবে।  সড়ক-মহাসড়কে যাত্রীবাহী ও পশুবাহী যানবাহনে চাঁদাবাজি কঠোরভাবে বন্ধ করতে হবে। সড়কের উপরে ও সড়কঘেষা পশুহাটসহ সকল প্রকার হাট-বাজার উচ্ছেদ করতে হবে। সড়ক-মহাসড়কের উপর তোরণ, গেট ইত্যাদি নির্মাণ নিষিদ্ধ করতে হবে। ফেরিঘাটগুলোতে যাত্রীবাহী পরিবহন পারাপারে সু-ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

টিএস/