• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ২, ২০১৯, ০৩:২৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২, ২০১৯, ০৩:২৫ পিএম

শিবালয়ে ইউএনও ও এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

শিবালয়ে ইউএনও ও এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
বাল্যবিবাহের কুফল সম্পর্কে মেয়ের বাবাকে বোঝাচ্ছেন এসিল্যান্ড  -  ছবি : জাগরণ

মানিকগঞ্জের শিবালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের জমদোয়ারা গ্রামের মো. আফজাল হোসেনের মেয়ে নদী আক্তার বর্ষার (১৪) সঙ্গে একই উপজেলার তেওতা গ্রামের ইউনুস শেখের ছেলে আকাশ শেখের পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হয়। বর্ষা তেওতা একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ গোপনে সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনকে জমদোয়ারা গ্রামে মেয়ের বাড়িতে পাঠান। এ সময় তিনি মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবেন না বলে মেয়ে ও মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেন।

বাল্যবিবাহের বিষয়ে স্থানীয় সবাইকে সতর্ক করে দেন এবং উপজেলার যেকোনো স্থানে এ রকম বাল্যবিবাহের সংবাদ পাওয়া মাত্র উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।

এনআই

আরও পড়ুন