• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩, ২০১৯, ১১:৫১ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩, ২০১৯, ১১:৫১ এএম

নাটোরে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু 

নাটোরে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু 

নাটোরের বাগাতিপাড়ায় ভিমরুলের কামড়ে শাফি আহম্মেদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের তালতলায় এ ঘটনা ঘটে। নিহত শাফি আহম্মেদ তামালতলার বিলপাড়া গ্রামের চান মিয়ার ছেলে। সে তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র। 

স্থানীয় তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলিমা রাণী সূত্রধর জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশের পুকুর ধারে খেলতে গিয়ে শিশু শাফিকে অসংখ্য ভিমরুলে কামড় দেয়। সে সময় শাফি কামড় থেকে বাঁচতে পুকুরে লাফিয়ে পড়ে। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে নেয়। সেখান থেকে রাতে শিশুটিকে বাড়ি আনা হলে শনিবার ভোরে তার মৃত্যু হয়।

বিষয়টি দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মিঠু ঘটনা নিশ্চিত করেছেন। 

কেএসটি

আরও পড়ুন