• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩, ২০১৯, ০৩:১২ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩, ২০১৯, ০৩:১২ পিএম

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তাওহীদ (দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। 

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. মো. সোহরাব উদ্দিন জানিয়েছেন, বরগুনা সদর উপজেলার গৌরচিন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামের ইসাহাক আলীর শিশুপুত্র তাওহীদকে গত মঙ্গলবার (৩০ জুলাই) ডেঙ্গু রোগী হিসেবে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরিশাল শের-ই বাংলা হাসপাতালে নেয়ার ২ ঘণ্টা পরে শুক্রবার সন্ধ্যার দিকে শিশুটি মারা যায়।

বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান জানিয়েছেন, বরগুনায় শনিবার (৩ আগস্ট) দুপুর পর্যন্ত ৩৭ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বাকিদের মধ্যে ১৩ জন বরগুনা জেনারেল হাসপাতাল ও একজন আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন, তাওহীদের মরদেহ আজ সকালে লাকুরতলা গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।

কেএসটি

আরও পড়ুন