• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩, ২০১৯, ০৯:১৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩, ২০১৯, ০৯:১৫ পিএম

পরশুরামে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক মিন্টু আহত

পরশুরামে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক মিন্টু আহত
দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক আবু ইউছুফ মিন্টু  -  ছবি : জাগরণ

ফেনীর পরশুরামে দৈনিক আমাদের সময় পত্রিকার পরশুরাম প্রতিনিধি আবু ইউছুফ মিন্টুর ওপর হামলা হয়েছে। শনিবার (৩ আগস্ট) পরশুরামের ধনিকুন্ডা এলাকায় আওয়ামী লীগের ত্রাণ বিতরণ অনুষ্ঠানের শেষ সময়ে এই হামলা চালায় দুর্বৃত্তরা। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফেনী সদর হাসপাতালে আনা হয়।

ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত ডা. জামাল জানান, গুরুতর আহত অবস্থায় মিন্টুকে আনা হলে সাধারণ চিকিৎসা দিয়ে সিটিস্ক্যান করা হয়েছে, এখনো রিপোর্ট হাতে আসেনি। তার নাক ফেটে গেছে, মাথায় আঘাত বেশি পেয়েছেন। তিনি অবচেতন আছেন। সিটিস্ক্যানে রক্তক্ষরণ পাওয়া গেলে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া যাবে না। ঢাকায় পাঠাতে হতে পারে।

এদিকে সাংবাদিক আবু ইউছুফ মিন্টুর ওপর হামলার প্রতিবাদে মৌখিক নিন্দা জানিয়েছেন ফেনীর সাংবাদিক নেতারা।

ফেনীর পরশুরামের ধনিকুন্ডা এলাকায় পানিসম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি ও সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী এমপির উপস্থিতিতে আওয়ামী লীগের ত্রাণ বিতরণের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে অনুষ্ঠান শেষে এই হামলা চালায় দুর্বৃত্তরা।

এনআই

আরও পড়ুন