• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ৩, ২০১৯, ১০:১২ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩, ২০১৯, ১০:১২ পিএম

বাগেরহাটে ডেঙ্গু রোগীদের চিকিৎসার ভার নিলেন এমপি শেখ তন্ময়

বাগেরহাটে ডেঙ্গু রোগীদের চিকিৎসার ভার নিলেন এমপি শেখ তন্ময়
বাগেরহাট-২ আসনের এমপি শেখ তন্ময়  -  ছবি : সংগৃহীত

বাগেরহাট-২ আসনের (বাগেরহাট-কচুয়া) ডেঙ্গু রোগীদের চিকিৎসার দায়িত্ব নিলেন শেখ তন্ময় এমপি। বুধবার (৩১ জুলাই) বিকেলে জেলা যুবলীগের আহ্বায়ক ও বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার মতো বাগেরহাটেও ডেঙ্গু রোগে আক্রান্তের খবর প্রকাশ পাওয়ায়, বাগেরহাট সদর ও কচুয়া উপজেলায় আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যয় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় নিজ তহবিল থেকে বহন করবেন।

বাগেরহাটে কোনো ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হলে তার আর নিজের বা তার পরিবারের চিকিৎসা ব্যয় বহন করতে হবে না বলে নিশ্চিত করা হয়।

এনআই

আরও পড়ুন