• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৪, ২০১৯, ০৬:০৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৪, ২০১৯, ০৬:০৭ পিএম

ঝিনাইদহে নির্মাণের আগেই ভেঙে পড়ল ব্রিজের গার্ডার

ঝিনাইদহে নির্মাণের আগেই ভেঙে পড়ল ব্রিজের গার্ডার
নির্মাণাধীন ব্রিজের ভেঙে পড়া দুই গার্ডার  -  ছবি : জাগরণ

ঝিনাইদহ শহরের ধোপাঘাটা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অধীন ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের দুটি বৃহৎ আকারের গার্ডার (বেস্টক) ভেঙে পড়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ২০ জন শ্রমিক। রোববার (৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। ব্রিজের গার্ডার ভেঙে পড়ার সময় বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে।

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের একটি সূত্র জানায়, জাইকার অর্থায়নে মনিকা লিমিটেড পিডব্লিউ ০৩ প্যাকেজের আওতায় ব্রিজটি নির্মাণ করছে। দীর্ঘ দেড় বছর ধরে পাইলিং ও মাটি ভরাটের কাজ শেষে এখন ব্রিজের দুই পাশে গার্ডার দেয়ার কাজ চলছিল।

কোম্পানির কর্মচারী ওলিউর রহমান জুয়েল জানান, জাগ দিয়ে গার্ডার স্থানান্তরিত করার সময় অসাবধানতাবশত প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের গার্ডার দুটি নিচে পড়ে ভেঙে গেছে। শ্রমিকরা এ সময় খাবার গ্রহণ করায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তবে এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অভিযোগ উঠেছে, কাজে ত্রুটি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নজরুল ইসলাম জানান, তারা এ কাজের দেখভাল করছেন না। ঢাকা থেকে একটি প্রজেক্টের মাধ্যমে কাজটি হচ্ছে।

এনআই

আরও পড়ুন