• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ১১, ২০১৯, ১২:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১১, ২০১৯, ১২:৪৫ পিএম

মহাসড়‌কে ভোগা‌ন্তিতে ওবায়দুল কাদেরের দুঃখ প্রকাশ

মহাসড়‌কে ভোগা‌ন্তিতে ওবায়দুল কাদেরের দুঃখ প্রকাশ
ড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের -ফাইল ছবি

ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রী‌দের ভোগা‌ন্তি হওয়ায় আন্ত‌রিকভা‌বে দুঃখ প্রকাশ ক‌রেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১১ আগস্ট)  সকালে রাজধানীর সা‌য়েদ‌াবা‌দে সড়ক ও জনপথ মো‌ড়ে ঈদযাত্রা নি‌য়ে আলাপকা‌লে গণমাধ্যম কর্মী‌দের তিনি এসব কথা ব‌লেন।

তি‌নি ব‌লেন, চালক‌দের রং সাই‌ডে‌ গা‌ড়ি নি‌য়ে‌ প্রে‌বে‌শের ফ‌লে যানজট হয়েছে।‌ দুপু‌রের পর টাঙ্গাইল মহাসড়‌কে প‌রি‌স্থি‌তির উন্ন‌তি হ‌বে ব‌লে তি‌নি আশাবাদ ব্যক্ত ক‌রেন।

উল্লেখ্য, অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে পাকুল্লা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়ক জুড়ে খণ্ড খণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ৪০ কিলোমিটারে খুবই ধীরগতিতে থেমে থেমে চলছে যানবাহন। যানজটের কারণে দুর্ভোগ দূর পাল্লার যাত্রীদের পোহাতে হচ্ছে।

এএইচএস/একেএস

আরও পড়ুন