• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১১, ২০১৯, ০৩:০৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১১, ২০১৯, ০৩:০৯ পিএম

কোরবানির গরুর গলায় ফাঁস

কোরবানির গরুর গলায় ফাঁস
বেঁচে যাওয়া গরুটির গলায় রশির প্যাঁচের দাগ  -  ছবি : জাগরণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় শত্রুতাবশত একটি কোরবানির গরু মেরে ফেলার অভিযোগ উঠেছে। রোববার (১১ আগস্ট) দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার (১০ আগস্ট) রাতে গলায় ফাঁস লেগে একটি গরু মারা যায়। অপরটিতে রশি পেছানোর দাগ দেখা গেছে।

ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের ভাট বাড়ির মফিজুল ইসলামের গোয়ালঘরে। তার দুটি গরু ছিল। একটি গরুর  মূল্য ৫০ হাজার টাকা। এটি ক্রয় করেছেন একই বাড়ির মিজান।

অপরটির মূল্য ৭৩ হাজার টাকা। এটি ক্রয় করেছেন হরিপুর গ্রামের দুধ মিয়া। এ দুটি গরু কোরবানির জন্য মফিজ ভাটের গোয়ালঘরেই রাখেন। গরুগুলো কোরবানির জন্য ক্রয় করা হয়। হঠাৎ শনিবার গভীর রাতে গলায় ফাঁস লেগে মিজানের ৫০ হাজার টাকা মূল্যের গরুটি মারা যায়। পরে গরুটি নদীতে ফেলে দেয়া হয়।

গরুর মালিক মফিজ ভাট জানান, কে বা করা আমার গরুকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে। তবে শত্রুতা করেই আমার এ ক্ষতি করা হয়েছে।

হাজীগঞ্জ থানার উপপরিদর্শক শাহজাহান বলেন, একটি গরুর গলায় ফাঁস লেগে মৃত্যু হয়। অপর গরুটির গলায় রশির প্যাঁচের দাগ রয়েছে।

এনআই

আরও পড়ুন