• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১১, ২০১৯, ০৩:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১১, ২০১৯, ০৩:৩৪ পিএম

জিঞ্জিরাম নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জিঞ্জিরাম নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীর পানিতে ডুবে রাব্বী (৬) ও আবু রায়হান (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় তাদের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

নিহত রাব্বী দেওয়ানগঞ্জের হাতিভাঙ্গা ইউনিয়নের চখারচর গ্রামের শেখ ফরিদের ছেলে ও আবু রায়হান বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের মিস্টার আলীর ছেলে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।

হাতিভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আইয়ুব আলী জানান, শিশু আবু রায়হান ঈদে চখারচরে নানাবাড়িতে বেড়াতে যায়। মামাতো ভাই রাব্বীকে নিয়ে শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে জিঞ্জিরাম নদীতে গোসল করতে যায়। বাড়ি না ফেরায় পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাড়িসহ নানা স্থানে খোঁজাখুঁজি করেন। পরে সন্ধ্যায় স্থানীয় এক জেলে জিঞ্জিরাম নদীতে কারেন্ট জাল ফেলতে গেলে পায়ের সাথে লেগে রায়হানের মৃতদেহ ভেসে ওঠে। ওই জেলের ডাক-চিৎকারে নিখোঁজদের স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে কাছেই রাব্বীর লাশ উদ্ধার করেছে।

হাতিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনআই