• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১২, ২০১৯, ১০:৩৫ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১২, ২০১৯, ১০:৩৫ এএম

বায়তুল মোকাররমে প্রথম জামাতে ডেঙ্গু থেকে মুক্তি কামনা

বায়তুল মোকাররমে প্রথম জামাতে ডেঙ্গু থেকে মুক্তি কামনা

ঈদুল আজহার প্রথম জামাত সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকালে এ জামাত অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে আরও চারটি জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে ব্যাপক সংখ্যক মানুষ অংশ নেয়।

 প্রথম জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

জামাত শেষে খুতবা পেশ করা হয়। এর পর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি দেশজুড়ে ডেঙ্গু রোগে আক্রান্ত ও নিহতদের জন্য দোয়া করা হয়েছে। এছাড়া মোনাজাতে সব উম্মতে মোহাম্মদির গুনাহ মাফ চাওয়া হয়েছে। সব মৃত ব্যক্তির কবরের আজাব মাফ চাওয়া হয়েছে। যেকোনও বিপদ থেকে দেশকে হেফাজতের জন্য প্রার্থনা করা হয়েছে।

জেড এইচ/ এফসি

আরও পড়ুন