• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ১৩, ২০১৯, ১২:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৩, ২০১৯, ১২:৩৩ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত ক্রিকেটার সৌম্য সরকারের বাবা

ডেঙ্গুতে আক্রান্ত ক্রিকেটার সৌম্য সরকারের বাবা
মা-বাবার সঙ্গে ক্রিকেটার সৌম্য সরকার - ছবি : জাগরণ

সাতক্ষীরায় জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের বাবা ও সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে তাকে জরুরিভাবে ঢাকায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১২ আগস্ট) সাতক্ষীরা সদর হাসপাতালে রক্ত পরীক্ষার পর সিভিল সার্জন ডা. আবু শাহিন তার ডেঙ্গুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি ঢাকা থেকে ৭ আগস্ট সাতক্ষীরায় ফিরে আসেন। রোববার (১১ আগস্ট) রাত থেকে তার জ্বরের সঙ্গে শরীর ব্যথা শুরু হয় তার। সোমবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে শারীরিক পরীক্ষার পর তার ডেঙ্গু ভাইরাস ধরা পড়ে। তার প্লাটিলেট কমে ১ লাখ ৩১ হাজারে এসে দাঁড়িয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন বলেন, সোমবার সকাল পর্যন্ত সাতক্ষীরায় মোট ১৫৫ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছেন ৩৭ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ১০৯ জন এবং অন্যত্র রেফার্ড করা হয়েছে ৯ জনকে। স্থানীয়ভাবে ১৭ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১১ জন শনাক্ত হয়েছেন।

এনআই

আরও পড়ুন