• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ১৪, ২০১৯, ০৬:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৪, ২০১৯, ০৮:০৭ পিএম

বিচারপতি মির্জা হোসেইনের বাড়িতে হামলা, আ’লীগ নেতা গ্রেফতার

বিচারপতি মির্জা হোসেইনের  বাড়িতে হামলা, আ’লীগ নেতা গ্রেফতার
হামলায় ক্ষতিগ্রস্ত বিচারপতির বাড়ির আঙিনার টিনের বেড়া  -  ছবি : জাগরণ

জামালপুরে বিচারপতি মির্জা হোসেইন হায়দারের গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। মসজিদ কমিটির সভাপতির পদ নিয়ে বিরোধের জের ধরে বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকাকে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানার পুলিশ।

বকশীগঞ্জ থানার ওসি এএকেএম মাহবুবুল হক জানান, বকশীগঞ্জের নিলক্ষিয়া জামে মসজিদের সভাপতির পদ নিয়ে বিচারপতির ভাতিজা তারেকুল ইসলামের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকার বিরোধ চলে আসছিল। খোকা সভাপতির পদ থেকে বাদ পড়ে নতুন সভাপতি হন তারেকুল। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধের জের ধরে মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে খোকা ও তার ভাই ময়না তারেকুলের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। বুধবার বেলা ১১টায় খোকা দলবল নিয়ে বিচারপতি মির্জা হোসেইন হায়দারের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। বর্তমানে বিচারপতির পরিবার ফের হামলার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছে। এ ঘটনায় নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকাকে গ্রেফতার করেছে পুলিশ।

বিচারপতি মির্জা হোসেইন হায়দারের বাড়িতে হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিলক্ষিয়া বাজারের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করেছেন ব্যবসায়ীরা। বিক্ষুব্ধ এলকাবাসী আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

ওসি আরো জানান, এ ঘটনায় নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের আটকের জন্য অভিযান চলছে।

প্রসঙ্গত, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি মির্জা হোসেইন হায়দারের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের নিলক্ষিয়া গ্রামে। তিনি ঢাকায় বসবাস করেন।

এনআই

আরও পড়ুন